হত্যার পর লাশ উদ্ধার, জানাজা-দাফনেও অংশ নেয় খুনি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় কাঠমিস্ত্রি মো. আবুল বাশারকে (৪১) হত্যা করে বাড়ির পাশে পাহাড়ের খাদে ফেলে দেয় খুনি। পরে পুলিশের সঙ্গে পাহাড়ের খাদ থেকে মরদেহ উদ্ধার, জানাজা থেকে দাফন সবখানেই অংশ নেয় সে। আজ বুধবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য তুলে ধরেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ।
পুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত সোমবার আবুল বাশার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রতিবেশী আবদুস সালাম ও সালামের সহযোগী মো. আনোয়ার হোসেন ওরফে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি, দা, কাঠের বল্লি ও দড়ি জব্দ করা হয়। আবদুস সালাম ও আনোয়ার হোসেন গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে