বাবর আজম চেয়েছিলেন খবরটা চেপে রাখতে। কিন্তু এমন খুশির খবর কি আর গোপন থাকে? পাকিস্তানের তারকা ব্যাটসম্যান জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। পাকিস্তানের অধিনায়কের পরিবার এরই মধ্যে তাঁর জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পেয়েছে। আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাবর।
বাবরের বিয়ের পাত্রী খুঁজতে খুব বেশি কষ্ট করতে হয়নি তাঁর পরিবারকে। পাত্রী বাবরেরই চাচাতো বোন। বর আর কনেপক্ষ মিলে বিয়েতে সম্মত হয়েছে। ক্রিকেট ব্যস্ততার মধ্যে বাবরের ফুরসত এলেই বাগদান আর বিয়ের শুভ কাজ সম্পন্ন হবে।
You have reached your daily news limit
Please log in to continue
অবশেষে বিয়ে করছেন বাবর
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন