![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F01%2Fjaipurhat-photo.jpg%3Fitok%3DiC7bKB82)
জয়পুরহাটে মাস্ক না পরলে জরিমানা, রাত ৮টায় দোকান বন্ধ
জয়পুরহাটে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং করোনার ভারতীয় ধরন মোকাবিলায় আজ মঙ্গলবার থেকে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে জেলা ও উপজেলা শহরের সব ধরনের দোকানপাট, শপিংমল ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের জরিমানা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলায় লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপের পর জয়পুরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো। করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক (ডিসি) মো. শরীফুল ইসলাম।