![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252Fd90a4ea9-c6c2-4db6-bdbd-c2913bc15e32%252FSatkhira_DH0550_20210531_Yaas_31_05_2021___10__.jpg%3Frect%3D0%252C108%252C960%252C504%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
বৃষ্টিতে গৃহহীন মানুষের দুর্ভোগ আরও বেড়েছে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় লোকজন পানিবন্দী ও গৃহহীন হয়েছে। তবে গতকাল সোমবার বৃষ্টিতে আরেক দফা দুর্ভোগ বেড়েছে।
শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে জোয়ারের তোড়ে ভাঙনকবলিত এলাকা গতকাল বন্যতলা ছাড়া অন্য ছয়টি স্থানে রিং বাঁধ দিয়ে পানি ঢোকা বন্ধ করা হয়েছে। তবে বুড়িগোয়ালিনী ও গাবুরার তিন স্থানে পানি ঢোকা অব্যাহত রয়েছে। ফলে এসব এলাকার পানিবন্দী ও গৃহহীন মানুষের দুর্ভোগ বেড়েছে। একই অবস্থা প্রতাপনগর ইউনিয়নের মানুষের। ওই ইউনিয়নের ২১টি গ্রামের মধ্যে ১৭টি গ্রামের ২৫ হাজার মানুষ পানিবন্দী ও গৃহহীন। গতকাল সকালের বৃষ্টিতে তাদের দুর্ভোগ বেড়েছে।