![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fcivil-service-allocation.jpg%3Fitok%3DaqX5EYC3)
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বেড়েছে, সেবার মান বাড়েনি ‘কমেনি দুর্নীতি’
প্রায় প্রতি বছরই বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার জন্য বরাদ্দ বাড়ানো হচ্ছে। আগামী ৩ জুন সংসদে যে প্রস্তাবিত বাজেট ঘোষণা হতে চলেছে সেটিও এর ব্যতিক্রম নয়।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে ২০২১-২২ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৭১ হাজার ৩৫০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে যা গত বছরের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেশি।
প্রস্তাবিত বাজেটের ১১ দশমিক ৮ শতাংশ ব্যয় এ খাতে ধরা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে বাজেটে এই খাতে ব্যয় ছিল ১১ দশমিক ৬ শতাংশ।