ছয় মাসের দণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে থেকে ৩২ বছর পর আটক
শ্যালো মেশিনের দাম পরিশোধের জন্য ৩২ হাজার টাকা ঋণ নিয়েছিলেন কৃষক মো. খোরশেদ আলী মণ্ডল। সময়মতো পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণখেলাপির দায়ে ৩২ বছর আগে দায়েরকৃত মামলার বিচারে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হন এই কৃষক। সাজা খাটার ভয়ে সেই থেকে বিভিন্ন স্থানে স্ত্রী-সন্তানসহ পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন ঐ কৃষক।
শনিবার রাতে টাঙ্গাইল জেলার মধুপুর থানা থেকে সাত কিলোমিটার দূরে অরুণখোলা পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী জলছত্র বাজার থেকে তাকে গ্রেফতার করে কুড়িগ্রামের চিলমারী থানা পুলিশ। গতকাল সোমবার তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে