You have reached your daily news limit

Please log in to continue


পুলিশের ‘মানা’, পচে নষ্ট হচ্ছে ১৫ গাছের লিচু

বিরোধটা পারিবারিক। এর জেরে বাগান থেকে লিচু পাড়তে ‘মানা করেছে’ পুলিশ। এতে ১৫টি গাছের পাকা লিচু পচে নষ্ট হচ্ছে। দুই লাখ টাকার মতো ক্ষতির মুখে পড়েছেন বাগানমালিক। এ ঘটনা পাবনার ঈশ্বরদী উপজেলার।

বাগানমালিকের নাম শামসুল হক প্রামাণিক (৫৫)। তিনি উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন ও বাগানমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, শামসুল হকের তিন ভাই ও চার বোন। শামসুল হক নিঃসন্তান। ২০০০ সালে তাঁদের বাবা মহিউদ্দিন প্রামাণিক মারা যান। এ সময় পৈতৃক জমিজমা ভাইবোনের মধ্যে ভাগাভাগি হয়। শামসুল হক বাবার জমি থেকে লিচুবাগানসহ ৫৯ শতক জমি পান। এর মধ্যে ২২ শতক জমি পরবর্তী সময়ে বিক্রি করে দেন। বাকি জমিতে নতুন করে কিছু লিচুগাছ রোপণ করেন। সেখানে বাগানের পাশাপাশি ঘর তৈরি করে বসবাস করতে থাকেন তিনি। ২০ বছর ধরে তিনি বাগানটি ভোগ–দখল করে আসছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন