পেছনের আসনগুলোতে সবাই ঘুমাচ্ছিল
গাড়ি চালাচ্ছিলেন নতুন চালক। গুগল ম্যাপে পরীমনি দেখলেন শুটিং স্পটে পৌঁছাতে আর ২৪ মিনিট লাগবে। গাড়িতে বাজছে গান। চোখ বন্ধ করে গান শুনতে শুনতে হঠাৎ ঘুমিয়ে পড়েন তিনি। ঘুম ভাঙতেই দেখেন, গ্রামের ভেতরে এক গোরস্থানের পাশে গাড়িটা থেমে আছে। রাত ২টা। শুটিং স্পট থেকে প্রায় দেড় ঘণ্টার পথ পার হয়ে গেছে তাঁদের গাড়ি। পেছনের আসনগুলোতে সবাই ঘুমাচ্ছিল।
২২ মে শুরু হয় ‘মুখোশ’ ছবির শেষ ধাপের শুটিং। ২৬ মে নিজের অংশের শুটিংয়ে যোগ দিতে ঢাকা থেকে পরীমনি রওনা দেন শুটিং স্পট টাঙ্গাইলে। ২৫ মে রাতে ছোট ভাইসহ তিন-চারজনকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে রওনা হন এই ঢালিউড তারকা। পরীমনি বলেন, ‘ঘুম ভাঙতেই দেখি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গুগল ম্যাপে দেখি, শুটিং স্পট ছেড়ে দেড় ঘণ্টার রাস্তা পার হয়ে এসেছি। পেছনে তাকিয়ে দেখি সিটেই ঘুমাচ্ছে সবাই। ভাবলাম সবাইকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হলো নাকি! আমি তো ভয় পেয়ে গেলাম।’