![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F05%2F30%2Fsatkhira_pic.jpg%3Fitok%3DCkeuAwmj)
জোয়ারে ভাসছে সাতক্ষীরার ৩ ইউনিয়ন, স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার তিনটি ইউনিয়ন এখন জোয়ারের পানিতে ভাসছে। ভাটায় এই পানি নেমে গেলেও বাঁধ না থাকায় হু হু করে পানি ঢুকছে জনপদে। তাই গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ অব্যাহত রেখেছে। আজ রোববার সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে বিভিন্ন স্থানে। গত ২৬ মে দুপুরে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে আঘাত না হানলেও তার প্রভাবে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন সব নদ-নদীর পানি ছয় ফুট পর্যন্ত বেড়ে যায়। তীব্র স্রোতে জলোচ্ছ্বাসের মুখে ধসে যায় এ এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধগুলো।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাঁধ নির্মাণ
- ঘূর্ণিঝড় ইয়াস