দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে। সংক্রমণ কমে আসায় এখন থেকে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে এসে সশরীরে পরীক্ষা নিতে পারবে। এতদিন শুধুমাত্র অনলাইনে পরীক্ষা নেয়ার অনুমতি ছিল।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার (২৮ মে) ইউজিসির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।