Buddhadeb Bhattacharjee: আপাতত এড়িয়েছে সাইটোকাইন ঝড়, স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সমস্যা বুঝতে শনিবার স্ক্যান করার পরিকল্পনা মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের। আপতত বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি। মিনিটে ৪লিটার অক্সিজেন দিয়ে স্যাচুরেশনের মাত্রা ৯২ থেকে ৯৩ শতাংশ থাকছে। বৃহস্পতিবার রাতে ভাল ঘুম হয়েছে বুদ্ধদেবের। স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সজাগ এবং সচেতন রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন।