কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আপনি কি ক্যাসেটে পেনসিল ঢুকিয়ে ফিতা টেনেছেন

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ২৮ মে ২০২১, ১৩:৫৪

আপনি কি রেডিওতে ‘উত্তরণ’ শুনে মুগ্ধ হয়েছিলেন? সকাল সকাল ঢাকা রেডিওতে ‘আজকের ঢাকা’ শুনতেন? সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শুনতেন সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান ‘দুর্বার’? রাত পৌনে আটটায় শুনতেন বিবিসির খবর? আপনি কি রেডিওতে ‘অনুরোধের আসর’ শুনেছেন? রেডিওতে নাটক শুনতেন? আপনি কি রেডিওতে মোহামেডান-আবাহনী ফুটবল ম্যাচের হামিদ ভাইয়ের ধারাভাষ্য শুনেছেন? আপনি কি রেডিওতে গানের অনুরোধ জানিয়ে চিঠি লিখতেন?


আপনি কি বিচিত্রায় ব্যক্তিগত বিজ্ঞাপন দেখে পত্রমিতালি করেছেন? পিতার কাছে টাকা চেয়ে চিঠি লিখেছেন?


আপনি কি ৩৫ টাকা করে ক্যাসেট কিনে তপন চৌধুরী কিংবা চিত্রা সিংয়ের গান শুনেছেন? সেই ক্যাসেটের ফিতা কি পেঁচিয়ে যেত? তখন ফিতা টেনে বের করে আঙুল টিপে সোজা করে ক্যাসেটের ফুটায় পেনসিল কিংবা বলপেন ঢুকিয়ে ফিতা টেনেছেন? আপনি কি পাড়ার দোকান থেকে ভিডিও ক্যাসেট ভাড়া করে এনে বাসার ভিসিপি কিংবা ভিসিআরে দেখেছেন? আপনি কি ভিসিপি বা ভিসিআর সেট ভাড়া করে বাসায় এনে ভালোমন্দ ছবি দেখেছেন? আপনি কি টিকিট কেটে ভিসিআরে সিনেমা দেখেছেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও