![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F264042f4-e428-46ea-b178-a33a8f6a070d%252FUntitled_4.png%3Frect%3D0%252C21%252C300%252C158%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
নারদা মামলায় জামিন পাননি চার নেতা, কাল আবার শুনানি
পশ্চিমবঙ্গের আলোচিত নারদা ঘুষ কেলেঙ্কারি মামলায় চার আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। কাল শুক্রবার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময়ে ওই চার নেতা পূর্বের আদেশ অনুযায়ী গৃহবন্দী থাকবেন। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।