গরমে লিচুতেই মিলবে ত্বকের জটিল সমস্যার সমাধান
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৭ মে ২০২১, ১১:০১
গরমে আরাম দিতে রসালো ফল লিচুর জুড়ি নেই। তাইতো এই সময় এর চাহিদাও থাকে তুঙ্গে। রসালো ও মিষ্টি স্বাদের লিচু খেতেও দারুণ সুস্বাদু। স্বাদেই নয়, এর রয়েছে অবাক করা গুণও। রোগ প্রতিরোধে দারুণ কার্যকর লিচু। শুধু তাই নয়, রূপচর্চায়ও লিচু দারুণ কাজ করে। ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান মেলে লিচুতে।ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু স্বাস্থ্যগত উপকারিতা নয়, রূপচর্চায়ও বেশ কার্যকর লিচু।