কমিউনিটি ক্লিনিক বন্ধ, স্বাস্থ্যসেবা বঞ্চিত ব্রহ্মপুত্র নদের দুর্গম চরের মানুষ
চর কড়াই বরিশাল কমিউনিটি ক্লিনিকটি ব্রহ্মপুত্র নদের দুর্গম চরের সাড়ে সাত হাজার মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। গত ছয় মাস ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন চরবাসি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত থাকার পরও নিচ্ছেন না কোনো ব্যবস্থা।
চরের বাসিন্দারা দ্য ডেইলি স্টারকে বলেন, গত বছর ১৫ ডিসেম্বর এই কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) মশিউর রহমান অন্যত্র বদলি হওয়ায় এটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে ক্লিনিকটি আর খোলা হয়নি।
সিএইচসিপি মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে জানান, চর কড়াই বরিশাল কমিউনিটি ক্লিনিক থেকে বদলি হয়ে তিনি উলিপুর উপজেলার গুনাইগাছ কমিউনিটি ক্লিনিকে যোগদান করেছেন।