শরীরে দুর্বলতা থাকলেও আগের চেয়ে সুস্থ বুদ্ধদেব, রক্তে অক্সিজেনের মাত্রা ৯৩
বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা সামান্য বেড়েছে। মঙ্গলবার মিনিটে ৩ লিটার অক্সিজেন দেওয়ায় শরীরে অক্সিজেনে মাত্রা ৯২ শতাংশে পৌঁছেছিল। বুধবার তা পৌঁছেছে ৯৩ শতাংশে। চিকিৎসকদের দাবি, আগের চেয়ে একটু ভাল আছেন তিনি। তাঁর জ্ঞান রয়েছে এবং কথাও বলতে পারছেন।
সোমবার রাতে থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৮০-র কাছাকাছি নেমে গিয়েছিল। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে ছ’জনের বিশেষ মেডিক্যাল টিম।