কোয়ারেন্টিনের টাকা দিতে না পেরে বিপদের মুখে সৌদি প্রবাসীরা
সরকারি ছুটির দিনে সৌদিয়া এয়ারলাইনসের অফিস বন্ধ থাকায় হোটেলে কোয়ারেন্টিনের টাকা জমা দিতে পারেননি প্রবাসীরা। এ কারণে অনেক প্রবাসীই আজ বুধবার ফ্লাইটের টিকেট থাকা সত্ত্বেও সৌদি আরবে যেতে পারবেন না। কুমিল্লার রুহুল আমিনের আজ দিবাগত রাত ২টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড়াল দেওয়ার কথা। সেজন্য তিনি কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছান সকালেই। এরপর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে যান হোটেলে কোয়ারেন্টিন খরচ বাবদ ৬০ হাজার টাকা জমা দিতে। কিন্তু এয়ারলাইনসের মূল গেট বন্ধ দেখতে পান। গেটের দারোয়ান তাঁকে বলেছেন, আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি। অন্যদিন আসতে।
দারোয়ানের এ কথায় চিন্তায় পড়ে যান রুহুল আমিন। কারণ, রাতেই যে ফ্লাইট। কোয়ারেন্টিনের টাকা দিতে না পারলে উড়োজাহাজে উঠতে পারবেন না। ফলে কয়েকবার সৌদি এয়ারলাইনসের অফিসে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এখন কী করবেন তা ভেবে পাচ্ছেন না। কারণ, তিনি কুমিল্লা থেকে তল্পিতল্পা গুছিয়ে ঢাকায় এসেছেন। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়েও এসেছেন।