![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkutub-1-20210526160556.jpg)
তলিয়ে গেছে কুতুবদিয়ার লোকালয়, আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ
ঘূর্ণিঝড় ইয়াস ও ভরা পূর্ণিমার প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল, উত্তর ও দক্ষিণ ধুরং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম।
বুধবার (২৬ মে) সকালে ঝোড়ো বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় ভাঙ্গা বেড়িবাঁধের একাধিক পয়েন্ট দিয়ে সাগরের লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ে।