![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/05/26/og/144745_bangladesh_pratidin_44.jpg)
ঠাকুরগাঁওয়ে সেলাইয়ের প্রশিক্ষণ নিলেন ৫০ জন নারী
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভুল্লী দর্জি বিজ্ঞান টেকনিক্যাল ফার্মের অধীনে ৫০ জন নারীর দুই মাসের কাপড় সেলাই কাজের প্রশিক্ষণ শেষ হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের লতিফুন নেছা মডেল স্কুলে এক বিদায় ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন প্রশিক্ষণার্থীরা।