বাংলাদেশের কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো দেশের রাষ্ট্রদূতের বক্তব্য অপ্রাসঙ্গিক: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো দেশের রাষ্ট্রদূতের বক্তব্য অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বাংলাদেশের পাসপোর্ট থেকে 'ইসরায়েল ব্যতীত' শব্দটি বাদ দেওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের সিদ্ধান্তের বিষয়ে কে কী বলল, তা আমার কাছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। আমরা আমাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী চলি। আমরা একটি সার্বভৌম দেশ। আমরা যা করব তা আমাদের সিদ্ধান্তেই করব।'
রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।