কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চমকজাগানিয়া ছোট চুল

ইত্তেফাক প্রকাশিত: ২৫ মে ২০২১, ১৫:১৬

গরমে আরামে থাকতে অনেকে পোশাকের বাহার যেমন বদলান তেমনি চুলের স্টাইলও বদলে ফেলেন। কয়েক বছর আগেও মেয়েদের মাঝে লম্বা চুল রাখার প্রবণতাটা বেশ ভালোভাবেই ছিল। কিন্তু দীঘল কালো লম্বা চুলেই সবটা সৌন্দর্য লুকিয়ে আছে-এমন চিরায়ত ধারনায় বড় পরিবর্তন এসেছে এখনকার মেয়েদের মাঝে। চুলের স্টাইলে অনেকেই নতুনত্ব খুঁজছেন, আর সেই নতুনের ঢেউয়ে পাল তুলেছে ছোট চুলের রকমারি কাটছাঁট।


ফ্যাশনের রীতিটাই এমন, সময়ের ব্যবধানে ঘুরেফিরে ইচ্ছের দরজায় কড়া নাড়বে। একসময় যে ফ্যাশনটা হারিয়ে গেছে বলে মনে হয়, সেটাই ফিরে আসে নতুনকে সাথে নিয়ে দশক কিংবা যুগের ব্যবধানে। এই যেমন ‘বব কাট’ নামটির সাথে পরিচিত এদেশের নারীরা দশকের পর দশক ধরে। আধুনিকা নারীর সেই চুলের স্টাইল ‘বব কাট’ বেশ জোরেশোরে ফিরে এসেছে সামারে হেয়ার কাট ট্রেন্ডে। ‘সাইড পার্টেট ব্লান্ট বব’ এর কদরটা তুলনামূলক বেশি এ সময়ের মেয়েদের কাছে। আর যারা হরহামেশা চুলের স্টাইল বদলাতে স্বাছন্দ্য বোধ করেন সেসব সাহসী মেয়েদের পছন্দ ‘শর্ট বব’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও