মাদারীপুরের রাজৈর থেকে একটি তক্ষকসহ পিতা-পুত্রকে আটক করেছে র্যাব। আজ শনিবার বিকেলে উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন নয়াকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতরা হলেন- বাবু মোল্লা (২০) এবং তার পিতা নুর আলম মোল্লা (৪৯)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নয়াকান্দি গ্রামে তক্ষক বেচাকেনা হচ্ছে সংবাদের ভিত্তিতে বন কর্মকর্তা র্যাবের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাবু মোল্লা ও তার পিতা নুর আলম মোল্লাকে একটি তক্ষকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে তাদেরকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।