বিশৃঙ্খলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
বিশৃঙ্খলা করে দেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই দেশ স্বাধীন ছিল না। আন্দোলন সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি। এখন স্বাধীনতার স্বাদ পাচ্ছি। এর মধ্যে দেশে বিশৃঙ্খলা ঘটালে দেশ আরও পিছিয়ে যাবে। কাজেই দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করি। যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, সরকারি কর্মকর্তা আছেন, সাংবাদিক আছেন সকলেই দেশের জন্য কাজ করেন। দেশের উন্নয়নের জন্য কাজ করেন। সকলে মিলে কাজ করলে দেশ এগিয়ে যাবে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশের উন্নয়ন আরও অগ্রগতি লাভ করবে। কাজেই বিশৃঙ্খলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়।