![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/May/22/1621671542615.png&width=600&height=315&top=271)
রোজিনা রোববার জামিন পাবে, প্রত্যাশা ডিএসইসি'র
কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তারা বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সংগঠনটি প্রত্যাশা করছে, আগামীকাল রোববার (২৩ মে) আদালত রোজিনা ইসলামকে জামিনে মুক্তি দেবেন। শনিবার (২২ মে) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি ও প্রত্যাশা জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা যদি ঠিকভাবে কাজ না করতে পারে, তবে একটি দেশের সরকার ঠিকভাবে চলতে পারেন না। সরকার দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায়, তার ব্যর্থতা প্রকাশ পেয়েছে। রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালায়ের বিরুদ্ধে প্রথম আলোতে সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করেছে। যার ফলে আমলারা তাকে ফাঁদে ফেলেছে বল আমাদের ধারণা।