বড়সড় সাইবার হানার (Cyber Crime) কবলে পড়ল এয়ার ইন্ডিয়া (Air India)। লাখ লাখ যাত্রীর ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ব্যক্তিগত তথ্য হ্যাকাররা চুরি করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ২০১১ সালের ২৬ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের বহু ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে এসেছে।
বিমান সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করা হয়েছে। প্রায় ৪৫ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য হ্যাকাররা চুরি করেছে বলে মনে করা হচ্ছে। তথ্য চুরি হলেও তাদের সিস্টেমের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।
You have reached your daily news limit
Please log in to continue
এয়ার ইন্ডিয়ায় বড়সড় সাইবার হানা, লাখ লাখ যাত্রীর তথ্য চুরি!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন