![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdea-20210521211532.jpg)
প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় স্কুল ছাত্রীকে হত্যা!
কুমিল্লার চান্দিনায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অপরাধে ফারজানা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত ৭ মে (শুক্রবার) উপজেলার বরকইট গ্রামের হাতগন্ডিপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার দুই সপ্তাহ পর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অভিযোগ রয়েছে মৃত্যুর পর ওই স্কুল ছাত্রীকে তড়িঘড়ি করে দাফন করা হয়েছে।