‘রোজিনার জামিন না হওয়ায় দেশের বিবেকবান মানুষ কষ্ট পাচ্ছেন’
‘কী বলব, আমি ব্যথিত, খুব কষ্ট পাচ্ছি। রোজিনার জামিন না হওয়ায় দেশের বিবেকবান মানুষেরা কষ্ট পাচ্ছেন। মঙ্গলবার যখন রোজিনাকে আদালতে তোলা হয়, তখন আশায় ছিলাম তাঁর জামিন হবে। কিন্তু পরে আশাহত হলাম। এরপর বৃহস্পতিবার সকাল থেকে টেলিভিশনের সামনে বসে ছিলাম। কিন্তু না, জামিন হয়নি। তখন খুবই খারাপ লেগেছে। এখনো তাঁর জন্য কষ্ট হচ্ছে। তাঁর সাথে যা হচ্ছে, সেটা অন্যায়। এটা মেনে নেওয়া যায় না।’
সুনামগঞ্জে শুক্রবার দুপুরে শহরের প্রগতিশীল সংগঠনগুলোর ব্যানারে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁকে যারা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করেছে, তাদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তৃতা দিতে গিয়ে কথাগুলো বলেন সুনামগঞ্জে নারী আন্দোলনের প্রবীণ নেত্রী ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়।