অতিমারির আবহমান বিষাদগাথা

সমকাল ফজলুল হক প্রকাশিত: ২০ মে ২০২১, ১৪:৪৮

এ ক শতাব্দীর আনন্দ-বেদনার যে আবহমান জীবনপ্রবাহের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি সেই শাশ্বত জগৎ ও জীবনের সর্বত্রই আজ দেখছি বেদনার বিপুল তাণ্ডব। সারা পৃথিবীর সঙ্গে আমাদের দেশও অতিমারির তাণ্ডবে ছারখার। অদৃশ্য কভিড-১৯-এর তাণ্ডবে প্রতি মুহূর্তে মৃত্যু ও ধ্বংস এখন নিত্য সহচর।


মানুষের সব ধরনের চেষ্টা ও টিকে থাকার জন্য লড়াইয়ের ঘাটতি নেই, তবুও মৃত্যুর মহামারি ও নানা পর্বের যে মানবিক বিনাশ তার কাছে দৃশ্যত মানবজাতি অসহায়। প্রতিদিনের মারি-মন্বন্তর ও অতিমারিকে জয় করেই মূলত মানবজাতি সভ্যতার পথে এগিয়ে গেছে। বারান্তরে করোনা অতিমারি মানবিক সর্ববিনাশ মানুষের কাছেই পরাজিত হবে। সভ্যতা ও প্রগতির ইতিহাস অনিবার্যভাবেই এগিয়ে যাবে। মানব সভ্যতার উদ্ভব ও বিকাশের ইতিহাস ও সত্যকেই ধারণ করে জেগে আছে। বাঙালির জীবন এখন অতিমারির এই কুসময়ে মৃত্যু-আতঙ্ক হতাশা ক্ষয় নিরাশা দুঃখ বেদনার নীল বিষে বিলীন। এ সময়ে এক অন্তহীন বিষণ্ণতার মাঝেই এবার আমরা ঈদ উৎসব পালন করেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও