কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফিলিস্তিনিদের ওপর অন্যায় অত্যাচার ও কিছু কথা

জাগো নিউজ ২৪ মাহমুদ আহমদ প্রকাশিত: ২০ মে ২০২১, ০৯:১৬

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২২০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। ফিলিস্তিনিদের ওপর যে অন্যায় অত্যাচার করা হচ্ছে তা কোনভাবেই আমরা মেনে নিতে পারি না।


বিশ্বের যেদিকে তাকাই শুধু অশান্তি, রক্তপাত আর হানাহানি। প্রতিদিন প্রতিনিয়ত বিশ্বের কোথাও না কোথাও রক্তপাতের ঘটনার সংবাদ পাওয়াই যায়। সমগ্র পৃথিবীতেই যেন এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে। আজ মুসলিম জাহানের অবস্থার দিকে লক্ষ্য করলে সহজেই বুঝা যায়, তাদের অবস্থা কোন পর্যায় গিয়ে পৌঁছেছে। বিশ্ব মুসলিম উম্মাহর মাঝে নেই কোন ঐক্য। মহানবীর শিক্ষা আজ আমরা ভুলে বসেছি। যেখানে বিশ্বনবী (সা.) বলেছেন, ‘আমার সমগ্র উম্মাহ একটি দেহের ন্যায়। যদি সেই দেহের কোন একটি অঙ্গ ব্যথা পায়,তাহলে তার ব্যথায় সারা শরীর ব্যথিত হয়।’ (মুসলিম) অথচ আজ ফিলিস্তিনি মুসলিম ভাইদের রক্ত ঝড়ছে, নিষ্পাপ শিশুরা প্রাণ হারাচ্ছে আর বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ নীরব ভূমিকা পালন করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও