সন্তানের কোভিড টেস্ট! কী ভাবে প্রস্তুত করবেন বাচ্চাকে? রইল টিপস

এইসময় (ভারত) প্রকাশিত: ১৯ মে ২০২১, ১৭:০০

করোনা সংক্রমণ এ বার রেয়াত করছে না কচিকাঁচাদেরও। চিকিৎসকদের মতে, গত বছরের তুলনায় এ বছর ৫ থেকে ১৫ বছর বয়সের বাচ্চাদের মধ্যেও করোনা সংক্রমণ ধরা পড়ছে গতবারের তুলনায় বেশি। অনেক কেসে দেখা গিয়েছে, বাচ্চাদের মধ্যে করোনার লক্ষণ দেখা যাচ্ছে প্রথমে। মা, বাবা অথবা পরিবারের সদস্যদের থেকে আক্রান্ত হচ্ছে তারা। তাই লক্ষণ দেখা দিলেই আরটি-পিসিআর টেস্টও করাতে হচ্ছে তাদের।

এই আরটি-পিসিআর টেস্ট বা নাসাল সোয়াব টেস্ট করা খুব একটি সহজ পদ্ধতি নয়। টেস্ট নেওয়ার আগে নানা সতর্কতামূলক পদক্ষেপও গ্রহণ করা উচিত। টেস্টের প্রক্রিয়া অনেক বাচ্চার মনেই ভীতি সঞ্চার করে দিতে পারে। এই পরিস্থিতিতে বাচ্চাদের মন থেকে ভয় দূর করা অত্যন্ত জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও