![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/05/19/2309322_kalerkantho-2021-19-pic-5.jpg)
গাজা হামলায় নতুন জোট বাঁধছে বিশ্বশক্তি
সদ্যঃসমাপ্ত রমজানের শেষ প্রান্তে এসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজিদের ওপর ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সশস্ত্র পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর আক্রমণ মুসলিমসহ বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে। এ ঘটনা সেখানেই থেমে থাকেনি, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার জবাবে গাজার অধিকৃৎ এলাকা থেকে হামাস সদস্যদের ক্ষেপণাস্ত্র (ইসরায়েলের অভ্যন্তরে) নিক্ষেপকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী লাগাতার বিমান হামলা চালায় সেখানকার নিরস্ত্র ও অসহায় ফিলিস্তিনি আরবদের ওপর।