কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবাসী আয় বেড়েছে, বেড়েছে ফেরত আসা শ্রমিক

প্রথম আলো মামুন রশীদ প্রকাশিত: ১৮ মে ২০২১, ০৭:৩৬

এপ্রিল পর্যন্ত চলতি অর্থবছরের ১০ মাসে আমাদের প্রবাসী রেমিট্যান্স ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এই রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ৪৫ বিলিয়ন ডলারে নিয়ে গেছে। এটি প্রায় ১১ মাসের আমদানি দায়ের সমান। কয়েক দশক ধরে তো বটেই, কোভিডের সময়ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে করোনায় প্রবাসী শ্রমিকেরা চাকরি হারিয়ে কেউ দেশে ফেরত এসেছেন, কেউ সেখানে কষ্টে দিনাতিপাত করছেন। এ সংকট ক্রমেই বাড়ছে।


ব্র্যাক, ইউএন ওমেন ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন ইন্টারন্যাশনাল কো-অপারেশনের এক যৌথ গবেষণা বলছে, গত বছরের এপ্রিল-নভেম্বর সময়কালে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অভিবাসীদের প্রায় ৭৭ শতাংশই দেশে চাকরি খুঁজেছেন। ফেরত আসা প্রবাসীদের জন্য সরকার প্রণোদনা প্যাকেজসহ নানা উদ্যোগ নিলেও তার সুফল যে মিলছে না, গবেষণা প্রতিবেদন তাও বলছে। প্রবাসীদের সহায়তার প্রক্রিয়া ও ব্যবস্থাপনা নিয়ে নীতিনির্ধারকদের তাই নতুন করে ভাবতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও