কক্সবাজার সমুদ্র সৈকতে সুনসান নিরবতা
প্রতিবছরই ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসে লাখো পর্যটক। পাশাপাশি স্থানীয়রাও ভিড় জমায় সৈকতে। ঈদের টানা ছুটিতে যেখানে লক্ষ লক্ষ মানুষের পদচারণায় মুখরিত থাকতো সেই সমুদ্র সৈকত এখন সুনসান নিরবতা।
গেল বছরের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকার লকডাউনের ঘোষণা দিয়ে বন্ধ করে দেয় সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো। পরে সংক্রমণ কমলে সরকার বিধি-নিষেধ শিথিল করে খুলে দেয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে গেল বছরের ঈদগুলোর মতো এবারও বন্ধ রয়েছে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো। ফলে ঈদের ছুটিতে নেই পর্যটকদের কোলাহল আর পদচারণা।