গাজায় হামলার পেছনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়ানো দেশগুলো দায়ী
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও সহিংসতার মধ্যেই গত দেড় থেকে দুই বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। একইসঙ্গে অবৈধ দখলদারিত্বের মধ্যেই যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, তারাও আজকের পরিস্থিতির জন্য অবশ্যই দায়ী বলে মন্তব্য করেছেন তিনি। খবর আল জাজিরার।
রোববার (১৬ মে) অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ৫৭ সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকে বক্তৃতাকালে এ সমালোচনা করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী।