![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/13CDE/production/_118381118_whatsappimage2021-05-05at10.14.01pm.jpg)
করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলা করে যেভাবে কাজ করছে পুলিশের সদস্যরা
ঢাকার গুলশান থানায় নিজের কক্ষে বসে থাকা ওসি-তদন্ত আমিনুল ইসলামের নিজের কক্ষে বেশিক্ষণ একা বসে থাকার সুযোগ নেই।
একটু পরে পরেই কর্মকর্তা থেকে শুরু করে নানা মানুষ কাজের জন্য আসছেন।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর যেসব পেশার মানুষকে সম্মুখসারিতে থেকে কাজ করতে হয়েছে, তারই একটি পেশা পুলিশ।
আমিনুল ইসলাম বলছিলেন, সাড়ে তের বছরের এই পেশাজীবনে করোনাভাইরাসের মতো আর কোন চ্যালেঞ্জ এতো দীর্ঘসময় তার মোকাবেলা করতে হয়নি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে