![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F1bf51cf1-3800-45c6-ab24-be5d2f443b2c%252FIMG_20210512_WA0001.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D720%26dpr%3D1.0)
চীনের ৫ লাখ টিকা হস্তান্তর
চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে উপহারের এই টিকা হস্তান্তর করেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই টিকা হস্তান্তর করা হয়।