এবারও করোনাকালেই এলো ঈদ। গতবার ঈদুল ফিতর ও ঈদুল আজহায় বিশ্বের অনেক দেশের মতো আমাদের দেশেও করোনার সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। এবার আমরা মোটামুটি নিয়ন্ত্রণমূলক পরিস্থিতি থেকে ফের বিস্ম্ফোরণোন্মুখ পরিস্থিতিতে পড়লাম। বাঙালি মুসলমানের ঈদ উৎসব এবারও আনন্দ-খুশির ডালা সাজিয়ে নয়, এসেছে আশঙ্কা-অনিশ্চয়তার বার্তা নিয়ে। যদি প্রশ্ন রাখি, এমন দুর্যোগ-দুর্বিপাকে কি ঈদ আসেনি? বাঙালি প্রকৃতির বৈরী আচরণের মধ্যে আরও ঈদ কাটিয়েছে, লড়াই করে টিকে থেকে যেমন করেই হোক উদযাপন করেছে উৎসব। কিন্তু গতবার ও এবারই শুধু তা নয়; বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই যে লড়াইটা চলছে, এর চরিত্রগত পার্থক্য অনেক। কঠিন ও সংকটের বৃত্তবন্দি। এমনিতেই চলছে ঘোর অমানিশা। এর মধ্যে বাড়তি দুঃসংবাদ হলো সাংবাদমাধ্যমে প্রকাশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার নতুন ধরন যে মর্মন্তুদ পরিস্থিতির সৃষ্টি করেছে, এর সন্ধান বাংলাদেশে মিলেছে। এই দুশ্চিন্তা-দুর্ভাবনার খবরটি জানা গেল ঈদের একেবারে নিকটবর্তী সময়ে।
You have reached your daily news limit
Please log in to continue
আনুষ্ঠানিকতার সঙ্গে চাই মানবিকতা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন