জি-সেভেনের গুরুত্ব বিশ্ব রাজনীতিতে
জি-সেভেন যে বিশ্বের সর্বাপেক্ষা ধনী রাষ্ট্রগুলোর গোষ্ঠী তাই-ই নয়, বর্তমান বিশ্বে এর গুরুত্ব ক্রমশই বাড়ছে । যুক্তরাষ্ট্র বহুপাক্ষিক সম্পর্কের বিষয়ে পূ্র্বতন প্রশাসনের তূলনায় আরও সক্রিয় হয়ে ওঠায় জি-সেভেনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জি সেভেনের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল । আগামি মাসে লন্ডনেই জি -সেভেনের শীর্ষ বৈঠক হবার কথা। কভিড ১৯ মহামারির পরিপ্রেক্ষিতে জি-সেভেনের ভূমিকায়ও পরিবর্তন আসছে।
চীনের বিস্তার দক্ষিণ চীন সাগরে আর আফ্রিকার দেশগুলোতেও, যুক্তরাষ্ট্রকে বিশেষ ভাবে এবং জি-সেভেনের অন্যান্য দেশকেও খানিকটা উদ্বিগ্ন করছে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াড। এই কোয়াডে যাতে বাংলাদেশ যুক্ত না হয় সে ব্যাপারে সম্প্রতি ঢাকায় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি আহ্বান জানান।