![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fitaly-20210512095359.jpg)
ইতালিতে ঈদ বৃহস্পতিবার
ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
স্থানীয় সূত্র অনুসারে, ইতালিতে প্রায় দুই লাখ বাংলাদেশি বসবাস করেন। ঈদের নামাজ আদায়ের জন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম ধর্মাবলম্বীরা।