ঈদের আগে খুশির জোয়ার
কালের কণ্ঠ
প্রকাশিত: ১২ মে ২০২১, ০৩:৩১
কয়েক দিন আগে রাজধানী ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে নিঃস্ব হয়ে যায় শতাধিক মানুষ। এই অসহায়দের ঘরে একটু হলেও ঈদের আনন্দ ফিরিয়ে দিল বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার। গতকাল মঙ্গলবার তাদের ছাড়াও রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকার (দ্বিতীয় দফা) তিন শতাধিক মানুষের হাতে বসুন্ধরার উপহার তুলে দেন কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা। একই দিন নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জের শিবালয়, ময়মনসিংহের ফুলপুর ও ত্রিশালে হাজারো দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় এই উপহার (চাল, ডাল, তেল, সেমাই, চিনি, ছোলা)। করোনাভাইরাস পরিস্থিতিতে এ সহায়তা পেয়ে বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপকারভোগীরা।