ঈদযাত্রায় পদ্মার চরে জন্ম নেওয়া সেই নবজাতক বাড়ি পৌঁছেছে
শরীয়তপুরের জাজিরার পদ্মা নদীর চরে জন্ম নেওয়া নবজাতক ‘পদ্মা’ মা–বাবার সঙ্গে গ্রামের বাড়ি ফিরেছে। জাজিরা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল সোমবার রাতে তারা বরগুনা সদরের আমতলী গ্রামে পৌঁছায়। তাদের ঘিরে গ্রামজুড়ে আনন্দ বিরাজ করছে।
পরিবার নিয়ে ঢাকার লালবাগে থাকেন মো. নহিদ মিয়া ও সুরমা আক্তার দম্পতি। প্রসবকালে মায়ের কাছে থাকার জন্য ঈদের আগেই বরগুনার আমতলী যাওয়ার জন্য স্বামীর সঙ্গে বের হয়েছিলেন অন্তঃসত্ত্বা সুরমা। দূরপাল্লার গণপরিবহন বন্ধ, পদ্মা পাড়ি দেওয়ার নৌযানও চলে না। কোনো রকম একটি ট্রলারে করে নদী পার হয়ে জাজিরার পদ্মা নদীর চরে নামেন। সেখানে পাঁচ কিলোমিটার হাঁটার পর সুরমার প্রসববেদনা ওঠে। তখন চরের একটি বাড়িতে নেওয়া হয় সুরমাকে। বিকেল পাঁচটার দিকে কন্যাসন্তান জন্ম দেন ওই নারী।