মেট্রো রেলের ভেতর-বাহির

বিডি নিউজ ২৪ উত্তরা প্রকাশিত: ১১ মে ২০২১, ১৮:২৭

সব ঠিক থাকলে আগামী বছর যাত্রী নিয়ে মাথার ওপর দিয়ে মতিঝিল থেকে উত্তরার পথে ছুটবে দেশের প্রথম মেট্রো রেল। তার আগে জাপান থেকে আসা এই বৈদ্যুতিক ট্রেনের ছয়টি কোচের একটি সেট চালিয়ে দেখানো হল গণমাধ্যমের সামনে। মঙ্গলবার উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের আনলোডিং এরিয়ায় দেশে আসা নতুন এই গণপরিবহনটির ভেতরটাও দেখার সুযোগ মিললো।

মেট্রো রেলে প্রতিটি সেটে থাকবে চারটি যাত্রীবাহী কোচ, দুই দিকে দুটো ইঞ্জিন। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ বলছে, প্রতি স্কয়ার মিটারে ৮ জনের হিসাবে ব্যস্ততম সময়ে প্রায় ১৭০০ যাত্রী চলাচল করতে পারবে।

রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটারের এমআরটি-৬ লাইনের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি, যার প্রথমটি দেশে এনে মঙ্গলবার চালিয়ে দেখানো হল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও