ঈদকে সামনে রেখে সুন্দরবনে সক্রিয় শিকারি চক্র
আসন্ন ইদকে সামনে রেখে পূর্ব সুন্দরবনে শিকারীচক্র ও কাঠ পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। বনবিভাগ হরিণ শিকারসহ বণ্যপ্রাণি ও কাঠ পাচার রোধে সুন্দরবনে জোরদার করেছে বনরক্ষীদের নজরদারী ও টহল তৎপরতা।
বন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন শরণখোলা, মংলা, চাঁদপাই, মোরেলগঞ্জ, পাথরঘাটার চরদুয়ানী, জ্ঞানপাড়াসহ আশেপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে একটি শিকারী ও কাঠপাচারকারী চক্র। এ চক্রটি সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করে চোরাই পথে দেশের বিভিন্ন স্থানে মাংস বিক্রি করে। ইদ ঘনিয়ে আসলে শিকারী চক্র সুন্দরবনে হরিণ শিকারে বেপরোয়া হয়ে ওঠে।