চক্রব্যূহে আটক মোদি কি নিয়তির মুখোমুখি
চক্রব্যূহে আটকে পড়েছেন নরেন্দ্র মোদি। বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট সম্পাকদীয় প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলল। তারা লিখেছে, ‘জাতীয় বিপর্যয় ডেকে আনার জন্য মোদিই দায়ী। সংকটের সময় তিনি যা করেছেন তাতে মনে হয়েছে, কোভিডের মোকাবিলার চেয়ে টুইটারের সমালোচনা মুছতে তাঁর ব্যগ্রতা বেশি। এই স্বকীয় অপরাধ অমার্জনীয়।’
সাত বছরে এমন নাস্তানাবুদ মোদিকে কখনো হতে হয়নি। এই সংকট তাঁরই কৃতকর্মের ফল। নিজের বিচার-বুদ্ধি-বিবেচনা এবং অনুগত আমলাশাহির বদান্যতায় তিনি একা হাতে এত দিন সংকটের মোকাবিলা যেভাবে করেছেন, কোভিডকালে তা বুমেরাং হয়ে ফিরে এসেছে। সর্বস্তরীয় সমালোচনায় কিংকর্তব্যবিমূঢ়তায় ভোগা প্রধানমন্ত্রী দল ও সরকারকে যে বিপজ্জনক অবস্থানে নিয়ে এসেছেন, সেখানে তিনি শুধু সঙ্গীহীনই নন, বিরুদ্ধ কাতারে দাঁড়িয়ে পড়েছে অন্য সবাই। মায় একদা তাঁরই অনুগত পরামর্শদাতাসহ দেশের সর্বোচ্চ আদালতও।