![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252Fc698b278-e348-4ef6-a508-f46ec2838d4f%252Fney1.JPG%3Frect%3D0%252C0%252C4184%252C2197%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
‘শাশুড়িদের’ মা দিবসের শুভেচ্ছা জানালেন নেইমার
দিলখোলা এক মানুষ নেইমার। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে বোঝা গেছে, জীবনকে প্রতি পরতে পরতে উপভোগ করার চেষ্টায় কমতি রাখেন না তিনি। ফুটবল খেলার পর বাকি সময়টা বন্ধুবান্ধব নিয়ে হেসেখেলে কাটান। ব্রাজিলের এই ফরোয়ার্ডের রসবোধের কমতি আছে, এটা হয়তো কেউ বলবেনও না। এবার সেই রসবোধের আরেকটা দুর্দান্ত প্রমাণ দিয়েছেন পিএসজির এই ফরোয়ার্ড।
গতকাল দিনটা ছিল মাদের। নিজের জন্মদাত্রীর স্তুতি গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিয়েছেন, ছবি আপলোড করেছেন। বিবাহিত ব্যক্তিরা আবার আরও এককাঠি সরেস, শাশুড়ির ছবি পোস্ট করেও গুণগান গেয়েছেন মনখুলে। নেইমারই–বা বাদ যান কীভাবে? পোস্ট করেছেন তিনিও। তবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যা পোস্ট করেছেন, তাতে গোমড়ামুখো বলে পরিচিত মানুষটাও কিছুক্ষণ হো হো করে হেসে উঠতে বাধ্য! নিজের মায়ের পাশাপাশি নেইমার তাঁর সব শাশুড়িকে শুভেচ্ছা জানিয়েছেন মা দিবসের!