লাশের পোশাক চুরি করে রমরমা ব্যবসা, উত্তরপ্রদেশে আটক ৭
সারা পৃথিবীর মানুষ মহামারি করোনাভাইরাসের কালবেলায় চরম সংকটে নিপতিত। এমন পরিস্থিতিতে ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের বাঘপত এলাকার একাধিক শ্মশান ও সমাধিস্থলে গিয়ে মৃতদের শরীর থেকে পোশাক চুরি করার অভিযোগে ৭ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় পুলিশ এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছে। করোনার জেরে দেশে মৃতদের সংখ্যা নির্ধারণের সময় এই ঘটনার কথা জানাজানি হয়। লাশের সংখ্যা গুণতে গিয়ে দেখা যায়, সেগুলির শরীরে কোনও পোশাক নেই।
মৃত ব্যক্তির পরিহিত পোশাক, শাড়ি-অন্য পোশাক, গয়না এমনকী মরদেহ ঢাকা সাদা কাপড়ও চুরি করতো তারা। তারপর সেসব কাপড়ে একটি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে পৌঁছে দিত দোকানে দোকানে। প্রতিদিনের সরবরাহ করা কাপড়ের হিসাবে টাকা দিত দোকানিরা। ভারতের উত্তরপ্রদেশে এক দশক ধরে এভাবেই রমরমা ব্যবসা করে আসছিল একটি চোর চক্র। ভারতে নভেল করোনাভাইরাসের প্রকোপে নিয়মিত মৃত্যুর সুযোগ নিয়ে ফুলে-ফেঁপে উঠেছিল চক্রের ব্যবসা। অবশেষে গতকাল রোববার ওই চক্রের সাতজনকে আটক করছে পুলিশ।