বাড়তি খরচ বাঁচাতে ঘরেই তৈরি করুন এয়ার ফ্রেশনার
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৯ মে ২০২১, ১৪:১২
ঘরে সজীবতার ছোঁয়া পেতে কে না চায়। একটি ভালো বাড়ি চিন্তা করলেই ফ্রেশ এয়ারের কথা সবার আগে মাথায় আসে। কেননা ভালো বাড়ি হতে হলে ফ্রেশ এয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেস এয়ার যদি বাড়িতে না থাকে তবে মেজাজ খিটখিটে হয়ে যায়।
টাটকা সুগন্ধযুক্ত ঘর সবারি ভালো লাগে। এর জন্য অনেকেই ঘরে এয়ার ফ্রেশনার ব্যবহার করে থাকেন। যা ঘরে কৃত্রিম সুগন্ধ ছড়ায়। কিন্তু কৃত্রিম সুগন্ধির পরিবর্তে বাড়িতে যদি প্রাকৃতিক সুগন্ধ যোগ করা যায় সেটা আরো বেশি ভালো হয়। যা আপনি ঘরে বসে নিজেই তৈরি করতে পারবেন। এতে আপনার বাড়তি খরচও কমবে।