You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন কমিশন না থাকলে ৩০টি আসনও পেত না বিজেপি, আক্রমণ মমতার

নির্বাচন কমিশন এবং কেন্দ্রের শাসকদল বিজেপি-কে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীলবাড়ির লড়াই শেষে শনিবার প্রথম বিধানসভা অধিবেশনে যোগ দিতে এসেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিমান বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন। তার পরেই সংক্ষিপ্ত অধিবেশনে বক্তৃতা করেন তিনি।

মমতা বলেন, ‘‘নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযেোগিতায় কোথাও কোথাও রিগিং হয়েছে। আমরা সব জানি। সব বুঝতে পেরেছি। আমরা আবার বলছি, নির্বাচন কমিশনের সংস্কার হওয়ার প্রয়োজন আছে। কয়েক জন অবসরপ্রাপ্ত অফিসার একটা চিরকুট লিখে লোককে বদলি করে দিচ্ছেন!’’ তিনি আরও বলেছেন, ‘‘যে বিরোধিরা জিতে এসেছেন, তাঁরা বেশির ভাগই জিতে এসেছেন (নির্বাচন) কমিশনের দয়ায়। তাঁরা স্পিকার নির্বাচন বয়কট করেছেন! ওঁদের তো জনগণ বয়কট করেছে! ইলেকশন কমিশন না থাকলে ওরা ৩০টা আসনও পেত না।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন