দুধ বিক্রি করেই মাসে আয় ৪০ হাজার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. কবিরুল ইসলাম কবির (৬৯) দুধ বিক্রি করে মাসে আয় করেন ৩০-৪০ হাজার টাকা। উপজেলার মানুষ ‘কবির ঘোষ’ নামেই তাকে সবাই চেনে। তিনি উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ী বাবা মাজেদ আলীর ছেলে।
বাবা মাজেদও ছিলেন দুধ ব্যবসায়ী। পরিবারের অভাব-অনটনের কারণে পড়ালেখা বাদ দিয়ে মাত্র ১৪ বছর বয়সেই কবিরুলকে নিতে হয় সংসারের দায়িত্ব। সেই থেকে তিনি দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।