স্কুলছাত্রীর ফোন পেয়ে বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন
সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও প্রশাসনের হস্তক্ষেপে এক অষ্টম শ্রেণির স্কুলছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। ছাত্রী নিজেই এই কমিটিকে বিয়ের আয়োজনের খবর দেয়। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, তাঁদের কাছে গোপনে এক স্কুলছাত্রী খবর পাঠায়, তার অমতে মা–বাবা পার্শ্ববর্তী এলাকার প্রবাসী এক ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করেছেন। বৃহস্পতিবার রাতে এ বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়েতে অনেককে ইতিমধ্যে নিমন্ত্রণও করা হয়েছে। তারা সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মহিলাবিষয়ক অধিপ্তরের জেলা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরকে বিষয়টি অবহিত করেন।